Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লামায় মাটি চাপা পড়ে এক বৃদ্ধা নিহত

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৩ পিএম
লামায় গজালিয়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) সাপমারা ঝিরি এলাকায় বানু মিয়া (৭০) নামের এক বৃদ্ধা মাটি চাপা পড়ে নিহত হয়েছেন। 
 
স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়,
গতকাল সোমবার থেকে টানা অবিরাম বৃষ্টির  কারণে  গভীর রাতে পাহাড়ের নিকটে
মাটির ঘরের  দেয়াল ভেঙ্গে  পড়লে ঘরের ভেতরে ঘুমানো অবস্থায় থাকা ১নং ওয়ার্ড এর বাসিন্দা বানু মিয়া (৭০) নামে এক জন বৃদ্ধার মৃত্যু হয়েছে।
 
আরো জানা যায়, রাতে ঘুমাচ্ছিলেন বানু মিয়া, জরাজীর্ণ একটি মাটির ঘরে ঘুমন্ত অবস্থায় তার উপর পড়লে তিনি মাটি চাপা পড়ে মারা যায়।
 
এ সংবাদ পেয়ে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে দ্রুত উদ্ধারের জন্য  তৎপরতা চালিয়েছেন।
 
এ ব্যাপারে লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে উদ্ধার কাজে  সহায়তার জন্য আমরা পুলিশ পাঠাইছি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ