Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আফরিন ফাতিমার দুর্দান্ত জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৪ এএম

ভারতের রাজধানী দিল্লির মর্যাদাসম্পন্ন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে চমক সৃষ্টি করেছে ওয়েলফেয়ার পার্টির ছাত্রসংগঠন ফ্রাটারনিটি মুভমেন্ট ও বাপসা জোট।

ইউনিয়ন কাউন্সিলের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নিয়েলেন জোটপ্রার্থী আফরিন ফাতিমা। প্রথমবার জোট বদ্ধ হয়ে লড়াই করেই এই জয়ে উচ্ছ্বসিত উভয় ছাত্রসংগঠন।

জানা গেছে, জেএনইউ এর মাস্টার্স্ট ডিগ্রির ছাত্রী আফরিন ফাতিমা এর আগেও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্যাম্পাসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারপরই চলে আসেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।
রোববার জেএনইউ এর ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় জয়ী হয়েছেন ফাতিমা। তার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। জয়ী হয়েই সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে, যে সমস্ত ইস্যু নিয়ে লড়াই করেছেন সে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার আশ্বাস দেন ফাতিমা।

সূত্র: টিডিএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ