সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
‘আজকে তোদেরকে ঠিকই ধরা খাওয়াবো,’ বলল হায়াৎ।
‘অতো কথা বলিস না,’ আমি বললাম। ‘কী করতে চাস সেটা বল?’
‘কঠিন এক অঙ্কের ধাঁধা এনেছি,’ বলল হায়াৎ। ‘সমাধান করতে পারলে কফি খাওয়াবো।’
‘বলে ফেল,’ শহীদ একটা চুইংগাম মুখে পুরে দিয়ে বলল।
‘মনোযোগ দিয়ে শোন,’ হায়াৎ বলতে লাগল। ‘১ থেকে ১০-এর মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটা থেকে ৪ বিয়োগ দিলে যা ফল আসে, ঐ সংখ্যাটাকে ৪ দিয়ে ভাগ দিলেও প্রায় একই ফল আসে।’
‘প্রায় একই কেন?’ শহীদ বলল।
‘মানে সংখ্যাটি ভগ্নাংশ কি না।’
‘তিন মিনিটের মধ্যে সমাধান দিচ্ছি,’ বলল শহীদ।
শহীদ কী সমাধান দিয়েছিল?
বিভাগীয় সম্পাদক
সোনালী আসর, দৈনিক ইনকিলাব
ঢাকা-১২০৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।