Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর গলাচিপায় লঞ্চের দোতলা থেকে তরুনীর লাশ উদ্ধার

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৩ পিএম

ঢাকা থেকে পটুয়াখালী-গলাচিপাগামী ডাবল ডেকার লঞ্চ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট-২ লঞ্চ গলাচিপা লঞ্চঘাটে পৌছলে ওই তরুনীর লাশ উদ্ধার করে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ ও যাত্রীরা জানায়, ঢাকার সদর ঘাট থেকে পটুয়াখালী-গলাচিপাগামী বাগেরহাট-২ লঞ্চের দোতলায় ওঠে ওই তরুনী। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পওে ওই তরুনী। তরুনীর সাথে কেউ না থাকায় তার পাশের যাত্রীরা ওই তরুনীকে সুস্থ করার চেষ্টা করে। পরে সকালে জেগে যাত্রীরা দেখতে পায় তরুনীর দেহ শক্ত হয়ে গেছে।
গলাচিপা থানার ওসি আখতার মোরশেদ জানান, ওই তরুনীর ব্যাগে দুই সেট সেলোয়ার কামিজ ও একটি রুমাল পাওয়া গেছে। তার রুমালে আল-আমিন+লামিয়া লেখা ছিল। তার শরীরেও মেহেদী দিয়ে একই লেখা দেখা গেছে। ধারনা করা হচ্ছে রাত ১২টার দিকে ওই তরুনী মারা গেছে। লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ