Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফতুল্লায় পরীক্ষার ফি দিতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ৫:০৯ পিএম

১৫ বছর বয়সি এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ ‘পরীক্ষার ফি দিতে না পেরে ক্ষোভে আত্মহত্যা করেছে’।
সোমবার (১৪ মার্চ) দুপুরে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় মৃত করিম শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিহত ওই তরণীর নাম লামিয়া (১৫)। সে ফতুল্লা পাইলট স্কুলের দশম শ্রেনীর ছাত্রী ও আব্দুল মতিন মিয়ার মেয়ে।
ছাত্রীর বাবা আব্দুল মতিন মিয়া জানান, মেয়ে লামিয়া কোচিং শেষ করে দুপুর ২ টায় বাসায় এসে পরীক্ষার ফিস দেওয়ার জন্য টাকা চায়। তখন আমি বলি ২/৩ পর দিবো। পরে পাশের রুমে চলে কিছু ক্ষন পর তার কোন সারাশব্দ না পেয়ে পশের রুমে গিয়ে দেখি ফ্যানে সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে ফতুল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এছাড়া আমার মেয়ের মানসিক সমস্যা ছিল
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে আত্মহত্যা কি কারণে করেছে তা আমরা জানি না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার

২৪ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ