Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাভারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মহিলাসহ আটক ১৬

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ডিজে পার্টির নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাভারে একটি রাজকীয় বাংলো বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন মহিলাসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর রাতে সাভারের তুরাগে মধুমতি মডেল টাউনের ভিতরে ‘মধুমতি রাজমহল রিসোর্ট’ থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে মধুমতি রাজমহল রিসোর্টের মালিক আকতার হোসেনও রয়েছে। এ সময় পুলিশ ১৮টি মোবাইল ফোনও জব্দ করেছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মধুমতি মডেল টাউনের ভিতরে একটি বাংলো বাড়িতে নারীদের নিয়ে ফুর্তি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৫ জন নারীকে আটক করা হয়। তখন রিসোর্টের মালিক আকতার হোসেন পালানোর চেষ্টা করলে তাকেও আটক করা হয়েছে। তিনি বলেন, আটক নারীদের মধ্যে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীও রয়েছে। মধুমতি রাজমহল রিসোর্টের তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ওই বাংলো ভাড়া নিয়ে রাতেই ঢাকার মুগদা এলাকার আনোয়ার নামের এক ব্যক্তি ডিজে পার্টির আয়োজন করে। এ সময় সেখানে নৃত্য শিল্পীরা নগ্নভাবে নৃত্য পরিবেশন করে। পরে ভোর রাতে পুলিশ অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় অনেকে দরজা আটকিয়ে আত্মগোপনের চেষ্টা করলে পুলিশ দরজা ভেঙে তাদের আটক করে নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই ওই ডিজে পার্টিতে আসা যুবকরা পালিয়ে যায় বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে মহিলাসহ আটক ১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ