বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ কর্তৃক পরিচালিক বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের পক্ষ থেকে পবিত্র মহররম উপলক্ষে ইমাম হাসান ও ইমাম হোসাইন (রাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে ফান্দাউক মদিনা তল উলুম আলিম মাদরাসার হলো রুমে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, বেহেস্তের যুবকদের সরদার ইমাম হাসান ও ইমাম হোসাইন (রাঃ) এর ভালবাসা বুকে ধারণ করতে হবে ৷ বর্তমান ফেতনা ফাসাদের যুগে আহলে বাইয়াতের মহব্বত ঈমানের চেতনাকে প্রবৃদ্ধি করবে ৷ কারণ ইমাম হাসান ও হোসাইন (রাঃ) এ-র প্রিয় নানা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মাদ (সাঃ) এর রক্তঝরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য এবং উম্মতে মুহাম্মদীর নাজাতের জন্য শাহাদাত বরন করেছিলেন৷ বক্তারা আরো বলেন, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাতের পেছনে পৃথিবীর শ্রেষ্ঠ জালিম পাপিষ্ট ইয়াযিদ সরাসরি দায়ী ছিল৷ বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের সেক্রেটারী মুফতী শাহ আলম মাছুমীর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সম্মানিত আমির আল্লামা মুফতী সৈয়দ মাঈনুদ্দিন আহমাদ আল হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের সভাাপতি মাওলানা সৈয়দ আবু বকর সিদ্দিক আল হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে যুব খাদিমুল ইসলামের সহ সভাপতি মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ আল হোসাইনী, সেক্রেটারী মাওলানা সৈয়দ আশরাফ হোসাইন শামিম আল হোসাইনী, ফান্দাউক মদিনাতুল উলুম আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু বকর ভূইয়া প্রমূখ ৷
প্রধান অতিথি বক্তৃতার এক পর্যায় বলেন, "হুজুর কিবলা ফান্দাউকী (রাহ.) বলতেন মহররম মাস আসলে তোমরা বেশি বেশি কোরআন খতম করো, বেশি বেশি দুরুদ শরীফ পড়ো, আহলে বায়াতের শান মান বর্ণনা করো, মিলাদ মাহফিল জিকির আজকার ও দান সদকা করো কারণ এটা উম্মতে মোহাম্মদীর শোকের মাস"। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের সহ সভাপতি মাওলানা সৈয়দ বাকের মোস্তফা আল হোসাইনী এবং মাওলানা সৈয়দ সালমান ফার্সী সাহেব সহ মাদরাসার ছাত্রবৃন্দ ৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।