Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানি জাহাজের ক্যাপ্টেনকে ঘুস দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:১৯ পিএম

ইরানের একটি তেলের জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অখিলেশ কুমারকে কয়েক মিলিয়ন ডলার দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র৷ বিনিময়ে কুমারকে জাহাজটি এমন দেশে নিয়ে যেতে অনুরোধ করা হয়েছিল, যেখানে সেটি আটক করা যাবে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক কর্মকর্তা ব্রায়ান হুক এমন প্রস্তাব দিয়ে ২৬ আগস্ট কুমারকে একটি ইমেল করেছিলেন বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক খবরে বলা হয়েছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সেই খবরের সত্যতা স্বীকার করেছে৷ তারা বলেছে, শুধু কুমার নয়, অনেক জাহাজের ক্যাপ্টেনকেই এমন প্রস্তাব দেয়া হয়েছে৷

কুমার মার্কিন প্রস্তাব গ্রহণ করেননি৷ তাই তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র৷ ফলে ৪৩ বছর বয়সি কুমারের যদি যুক্তরাষ্ট্রে কোনো সম্পদ থেকে থাকে, তা জব্দ করা হবে৷ এছাড়া কোনো ব্যক্তি তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেন করলে তা অপরাধ বলে বিবেচিত হবে৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ফিন্যান্সিয়াল টাইমসের খবরটি টুইট করেছেন৷ তিনি বিষয়টিকে ‘পুরোপুরি ব্ল্যাকমেল’ বলে উল্লেখ করেন৷

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, শুক্রবার থেকে ইরান সেন্ট্রিফিউজ তৈরি শুরু করবে৷ এর মাধ্যমে আরেক দফা চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে দেশটি৷

যুক্তরাষ্ট্র ইরান চুক্তি থেকে সরে এসে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় ইরানের অর্থনীতির ক্ষতি হচ্ছে৷ এই ক্ষতি পুষিয়ে দিতে চুক্তির অন্য পক্ষগুলোকে চাপ দিচ্ছে ইরান৷ নইলে চুক্তি লঙ্ঘন করে ইরান নিজেদের মতো করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছে৷

এই অবস্থায় চুক্তি বাঁচাতে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন তৎপর হয়ে উঠেছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরানকে ১৫ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব করেছেন৷ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে খুব একটা আগ্রহ দেখায়নি, আবার প্রত্যাখ্যানও করেনি৷ সূত্র: ডয়চে ভেলে।



 

Show all comments
  • Md. Aziz Hasan ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪২ পিএম says : 0
    ক্যাপ্টেন অখিলেশ কুমার তোমাকে অশেষ ধন্যবাদ দৃঢ়তা, নৈতিকতা, নির্লোভতা দেখানোর জন্য। তুমি সত্যই একটি উদাহরন সারা বিশ্বে। কেউ আমেরিকার কোনো প্রস্তাবে সাড়া না দিলে ন্যাক্কারজনকভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে এ কেমন কথা? ন্যায়সঙ্গত বিষয়গুলো কি পৃথিবী থেকে চিরবিদায় নিচ্ছে?
    Total Reply(0) Reply
  • KAMRUL HASAN ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৫ পিএম says : 0
    bisho ag hotash durniti ag sob dika crwiaporica
    Total Reply(0) Reply
  • KAMRUL HASAN ৬ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৫৬ পিএম says : 0
    jati hotash
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ