Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মেসির পাগলা ভক্ত!

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

তাঁকে একবার ছুঁয়ে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু চাইলেই তো আর লিওনেল মেসিদের মত তারকাদের ছুঁয়ে দেখা যায় না। তাঁরা নিজেরাই সর্বদা থাকেন নিরাপত্তা ব্যুহে বন্দী। কিন্তু ভক্ত যদি পাগলা ও ক্ষ্যাপাটে স্বভাবের হয় তাহলে সেসব বাধা মানতে বয়েই গেছে। প্রীতি ম্যাচ বাদে গতকালই প্রথম আন্তর্জাতিক ম্যাচে যুক্তরাষ্ট্রে খেলতে নামেন মেসি। চোট থেকে ফিরে আধা ঘন্টার জন্যে মাঠে নেমে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। দলও জেতে বড় ব্যবধানে। প্রিয় তারকাকে এত কাছে পেয়ে তাই একটু ছুঁয়ে দেখার হেয়ালিপনা যাগে এক পাগলা ভক্তর মনে। আগত্য যা ভাবনা তাই, নিরাপত্তারক্ষিদেও চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়লেন মাঠে। কিন্তু বেরসিক নিরাপত্তারক্ষীর বাধায় থামতে হয় সেই তাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসির পাগলা ভক্ত!

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ