Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালারপোলের শুভসূচনা

ইস্পাহানী মহানগরী পাইওনিয়র ফুটবল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৬ এএম

ইস্পাহানী মহানগরী পাইওনিয়র ফুটবল লিগে শুভসূচনা করেছে কালারপোল ক্রীড়া সংস্থা। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা ২-০ গোলে হারায় হাটহাজারী স্পোর্টস ক্লাবকে। দু’দলের মধ্যেকার প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ ম্যাচে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করে খেললেও কালারপোল প্রথম গোলের দেখা পায় খেলার ২১ মিনিটে, গোলটি করে ইফতেখার (১-০)। ৫১ মিনিটে ইমরানের গোলে জয় নিশ্চিত হয়। এর আগে এ লিগের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা মিনহাজ উদ্দিন আহমদ। এবারের লিগে ১৮টি দল খেলছে চার গ্রুপে ভাগ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আদের নিয়ে কোয়ার্টার ফাইনাল শেষে সেমি-ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালারপোলের শুভসূচনা

৬ সেপ্টেম্বর, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ