নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে এতোটা প্রতিদ্ব›দ্বীতা এর আগে দেখেনি কেউ। সুপার লীগে ওঠা ৬টি দলের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনি¤œ দলের পয়েন্টের ব্যবধান মাত্র ৩। পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা ভিক্টোরিয়া (১৫ পয়েন্ট) নিশ্চিন্ত মনে শুরু করতে পারছে না সুপার লীগ। সুপার লীগে পয়েন্ট তালিকায় সর্বনিন্ম দল প্রাইম ব্যাংককেও (১২ পয়েন্ট) হেলা ফেলা ভাবে দেখার উপায় নেই। অন্য ৪টি দলের সবার পয়েন্ট ১৪ করে! শিরোপার আসল মিশনে এখন সবাই সবার প্রতিপক্ষ।
প্রথম রাউন্ডে আজ ফতুল্লায় ভিক্টোরিয়ার প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডান খেলবে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। বিকেএসপিতে প্রাইম দোলেশ্বর-আবাহনী ম্যাচের দিকেই ফোকাসটা বেশি রাখতে হচ্ছে। গত ২৮ মে বিকেএসপিতে শেষ ২ বল থ্রিলারে মোসাদ্দেকের চার ছক্কায় আবাহনীর জয়ের গায়ে কলঙ্ক লেপন করেছে আম্পায়ার। সে কারনে ম্যাচটি আজ আবাহনীর জন্য যেখানে শ্রেষ্ঠত্ব প্রমানের,সেখানে প্রাইম দোলেশ্বরের কাছে ম্যাচটি প্রতিশোধের। আবাহনী কোচ খালেদ মেহমুদ সুজন অবশ্য দলের ছন্দকে রাখছেন এগিয়েÑ‘এই মুহুর্তে আমার দল দারুন ফর্মে আছে। ছন্দ ধরে রাখতে পারলে আমরা চ্যাম্পিয়ন হব।’
এদিকে প্রাইম দোলেশ্বর অল রাউন্ডার নাসির ওই হারের কস্ট ভুলতে চানÑ ‘অন্যান্য টিমের সঙ্গে যে রকম প্রস্তুতি থাকে, আবাহনীর সাথেও তাই। আবাহনীর বিপক্ষে ম্যাচ বলে একটু ফোকাস বেশি হয়। ওই ম্যাচে আমাদের ঘাটতি খুব বেশি ছিলো না। তারপরও ক্রিকেটে কপাল লাগে। হারের আক্ষেপ পূরণে কালকের ম্যাচটা আমাদের জিততে হবে।’ প্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ আসরে প্রথম লেগে ৭ ম্যাচ জিতে ৪র্থ দল হিসেবে সুপার লীগে উঠে সুপার লীগে অসাধ্য সাধন করেছে প্রাইম দোলেশ্বর, জিতেছে সুপার লীগের ৫ ম্যাচের সব ক’টিতে। সেই অতীত থেকে প্রেরনা পাচ্ছেন নাসিরÑ‘প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই কঠিন হবে। সব দলের জন্য চ্যাম্পিয়নশিপের দরজা খোলা আছে। পাঁচটা করে ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে। সেই হিসেবে আমাদের মাথায় আছে।’
মিরপুরে মোহামেডান-রূপগঞ্জ ম্যাচও উত্তাপ ছড়াতে পারে। লীগের প্রথম পর্বে রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটের জয় মোহামেডানকে আর একটি জয়ের প্রেরনা দিচ্ছে। সেখানে রূপগঞ্জের টার্গেট প্রতিশোধ। লিগ পর্বে প্রাইম ব্যাংককে ডিএল মেথডে ৯ রানে হারিয়ে দিয়েও সুপার লীগে ভিক্টোরিয়ার প্রথম ম্যাচটি কঠিন চ্যালেঞ্জ। অংকটা অন্যভাবে মেলাতে চান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের ঘরের ছেলে হয়ে যাওয়া উইকেট কিপার নূরুল হাসান সোহানÑ ‘প্রথম পর্বের শেষ ম্যাচে কিন্তু আমরা ভাল খেলে প্রাইম দোলেশ্বরকে হারিয়েছি। ৫টি ম্যাচ বাকি আছে। সুতরাং আমাদের সম্ভাবনা কিন্তু এখনো আছে।’
এদিকে সুপার লীগে শক্তি বৃদ্ধি করতে মোহামেডান উড়িয়ে এনেছে শ্রীলংকার পেস অল রাউন্ডার শ্রীলংকার তিসারা পেরেরাকে। লিজেন্ডস দলে যুক্ত করেছে সেখানে দিল্লী ডেয়ারডেভিলসের বাঁ হাতি স্পিন অল রাউন্ডার পাওয়ান নেগীকে। প্রাইম দোলেশ্বর রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আক্রমণাত্মক ব্যাটসম্যান শচীন বেবিকে এনে শক্তি বৃদ্ধি করেছে। সেখানে আবাহনী পাচ্ছে আর এক ভারতীয় যশপাল সিংকে। প্রাইম ব্যাংকে উন্মুখ চাঁদ এবং ভিক্টোরিয়ায় চাতুরঙ্গা সিলভা আছেন যথারীতি। সুপার লিগের ৬ দল
ক্লাব ম্যাচ জয় টাই হার পয়েন্ট নে.রা.রে
ভিক্টোরিয়া স্পোর্টিং ১১ ৭ ১ ৩ ১৫ +০.৩৭০
মোহামেডান ১১ ৭ - ৪ ১৪ +০.৪৮৩
প্রাইম দোলেশ্বর ১১ ৭ - ৪ ১৪ +০.৩৮২
আবাহনী লি. ১১ ৭ - ৪ ১৪ +০.৩২৬
লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ৬ ২ ৩ ১৪ +০.১৮৮
প্রাইম ব্যাংক লি. ১১ ৬ - ৫ ১২ +০.১৪৩
সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
১২ জুন ভিক্টোরিয়া-প্রাইম ব্যাংক ফতুল্লা
” মোহামেডান-রূপগঞ্জ মিরপুর
” দোলেশ্বর-আবাহনী বিকেএসপি
১৫ জুন ভিক্টোরিয়া-রূপগঞ্জ ফতুল্লা
” মোহামেডান-আবাহনী বিকেএসপি
” দোলেশ্বর-প্রাইম ব্যাংক মিরপুর
১৮ জুন ভিক্টোরিয়া-আবাহনী মিরপুর
” মোহামেডান-দোলেশ্বর ফতুল্লা
” রূপগঞ্জ-প্রাইম ব্যাংক বিকেএসপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।