গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
যশোর ব্যুরো : যশোরের বাঘারপাড়ায় আবু ইছা (৪৫) নামে এক সাবেক ইউপি মেম্বারকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গতকাল (শনিবার) ভোররাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে তিনি আহত হন। তবে, আহতের স্ত্রীর দাবি, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাকে ধরে নিয়ে যায়। আহত আবু ইছা বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করেন। বাঘারপাড়া থানার ওসি ছয়েরুদ্দিন আহমেদ জানান, ভোর রাত চারটার দিকে তারা বিশেষ অভিযানে ছিলেন। ওই সময় যশোর-মাগুরা সড়কের কোদালিয়া এলাকায় রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।