Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপ-কুমীর মোদিকে নরকে নিয়ে যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ২:৪৮ পিএম

পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা বলেছেন, তার প্রিয় সাপ-কুমীরগুলো সীমান্তে ছেড়ে দিবেন আর সেগুলো মোদিকে নরকে নিয়ে যাবে।

কাশ্মীর ইস্যুতে পাক-ভারত সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের সীমান্তে চলছে চরম উত্তেজনা। উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের রাজনীতিবিদ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীদের মধ্যেও।


বিভিন্ন সময় ৩৭০ ধারা বিলোপ করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ায় মোদি সরকারকে কটাক্ষ করে নানান উষ্ণ বার্তা উচ্চারণ করেছেন পাক রাজনীতিবিদরা।

এবার সেই পালে যুক্ত হলেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। তবে একটু ভিন্নভাবে।

সাপ এবং কুমীর নিয়ে ভারতীয়দের ওপর আক্রমণের হুমকি দিলেন রবি।

এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন রবি পিরজাদা।

ভিডিওতে দেখা গেছে, হাতে বিশালাকার একটি অজগর নিয়ে দাঁড়িয়ে এই পাক অভিনেত্রী। তার সামনে একটি টেবিলে রয়েছে একটি ঝুড়ি। সেখান থেকেও বের হয়ে আছে ভয়ংকর কয়েকটি সাপ। এছাড়াও রয়েছে একটি কুমীর।

ভিডিওতে তিনি বলছেন, কাশ্মীর থেকে কেন ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সেই অপরাধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাপ এবং কুমীরগুলো উপহার হিসেবে পাঠাব।

ভারতীয়দের সাবধান করে তিনি বলেন, কাশ্মীরকে কিছুতেই ছিনিয়ে নিতে দেব না আমরা।

পাক অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলোকে ছেড়ে দিয়ে আসব। আর এই সাপ এবং কুমীর মোদিকে নরকে নিয়ে যাবে।

প্রসঙ্গত, পাক অভিনেত্রী রবি পীরজাদা অভিনয়ের পাশাপাশি গানও করেন। দেশটিতে বেশ জনপ্রিয় তিনি।

প্রায় ভারতীয়দের সমালোচনা করে আলোচিত হন এই পাক অভিনেত্রী। এর আগে পাকিস্তানি টেলিভিশনের একটি টক শোতে বলি সুপারস্টার সালমান খান নিয়ে মন্তব্য বলে আলোচনায় আসেন তিনি।

তিনি সে সময় বলেছিলেন, সালমানের ছবিগুলো হিংসাত্মক কার্যকলাপকে উৎসাহিত করে। সমাজে অপরাধপ্রবণতা বাড়ায়।

 



 

Show all comments
  • anisul ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৮ পিএম says : 0
    সে যাই হোক , ইনি কিন্তু খুব মিষ্টি দেখতে :)
    Total Reply(0) Reply
  • anisul ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০২ পিএম says : 0
    শেষে কিনা পরমাণু বোমা ছেড়ে সাপ কুমির এ ........ কি অবস্থা !!!!!!!!!!!!! :O
    Total Reply(0) Reply
  • anisul ৫ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৭ পিএম says : 0
    ভিডিও টা দেখলাম ........ সাপ আর কুমির গুলো কেমন যেন সানডে এনজয় করছে .... বেশ একটা ঘুম ঘুম ভাব :)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ