বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ৭ কিশোর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে।
বুধবার বিকালে ৬ কিশোরকে বহনকারি প্রিজনভ্যানটি যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পৌঁছে।
যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের সুপার আবদুল্লাহ আল মাসুদ জানান, বয়স ১৮ বছরের কম হওয়ায় বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী তাদের শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রাতুল শিকদার জয় (১৬) নামে আরো একজনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এ নিয়ে ৭ কিশোরকে বরগুনা থেকে যশোরে পাঠানো হলো।
বুধবার পাঠানো কিশোর আসামিরা হচ্ছে, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী, ওলিউল্লাহ ওরফে অলি, জয় চন্দ্র সরকার ওরফে চন্দন, তানভীর হোসেন, নাজমুল হাসান ও আরিয়ান হোসেন শ্রাবণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।