বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সোনালী ব্যাংক সখিপুর শাখা দীর্ঘদিন যাবৎ ছোট নোট(৫,১০,২০টাকা) ও সামান্য ছেঁড়া টাকা জমা নিচ্ছে না। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫টাকা,১০টাকা ও ২০টাকার বান্ডিল নিয়ে ক্যাশ কাউন্টারে ঘুরে বেড়াচ্ছে। জমা নিচ্ছে না। বিশেষ অনুরোধে ২/৩বান্ডিল জামা নিলেও বান্ডিলে থাকা সামান্য ছেঁড়া টাকা বেছে বেছে আলাদা করে গ্রাহককে ফেরত দিয়ে দিচ্ছে। ফলে ব্যাংকের গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। ক্যাশ কাউন্টারের কয়েকজনের সাথে কথা বললে তারা জানান চেক দিয়ে টাকা উত্তোলনকারী ব্যাংকের গ্রাহকরা ছোট নোট ও ছেঁড়া নোট নিতে চায় না,সেজন্য আমরা ব্যাংকে জমা নেই না। সোনালী ব্যাংক সখিপুর শাখার প্রিন্সিপাল অফিসার সাইফুল ইসলাম সাঈদ বলেন, ছেঁড়া টাকার বিষয়ে ক্যাশিয়ারদের বিশেষ ট্রেনিং দেওয়া আছে,সে কারনে জমা নেয় না। ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল লতিফ (এসপিও) বলেন, মেইন ব্রাঞ্চ ছোট নোট ও ছেঁড়া টাকা জমা নেয় না,সেজন্য আমরাও জমা নেই না। সোনালী ব্যাংক সখিপুর শাখায় ব্যবসায়ীসহ গ্রাহকরা প্রতিদিন লাখ লাখ টাকা লেনদেন করতে এসে ছোট নোট ও ছেঁড়া টাকা নিয়ে সীমাহীন বিড়ম্বনা এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।