Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে ইকফার আয়োজনে হলি কোরআন নাইট সম্পন্ন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৬ এএম

অসংখ্য কোরআন প্রেমীর উপস্থিতিতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো হলি কোরআন নাইট প্রোগ্রাম । বিশ্বখ্যাত ক্বারীর সুললিত কন্ঠে কোরআনের তেলাওয়াত শুনে উপস্থিত সকলের হৃদয় জুড়ে যায় । প্রাণে আসে অন্যরকম স্পন্দন । ইসলামিক কালচারাল ফোরাম অফ আমেরিকা (ইকফা)'র একঝাক সৃষ্টিশীল তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় পরিপাটি আয়োজনে স্পেশাল হলি কোরআন নাইট গত ২ সেপ্টেম্বর নিউইয়র্কের ব্রংকস বরোর বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে । মাহফিলে সভাপতিত্ব করেন ইকফার উপদেষ্টা হযরত আল্লামা জালাল সিদ্দীকি সাহেব। কোরআন নাইট অনুষ্ঠানে তেলাওয়াত করেন বিশ্বখ্যাত শায়খে ক্বারী হাসসান সালেহ মিশরী। ইকফার সেক্রেটারী খালেদ মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজ চৌধুরীর যৌথ প্রাণবন্ত উপস্থাপনার অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন ইকফার প্রচার সম্পাদক হাফিজ আদিল মিয়া । গজল পরিবেশন করেন ইকফার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরুর মামুন । স্বাগত বক্তব্য রাখেন, ইকফার সহ সভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ রাসেল আহমদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, হযরত মাওলানা গোলাম রাসুল পাকিস্তানী, আনজুমানে আল ইসলাহ ইউএসএ সভাপতি মাওলানা সৈয়দ সাজিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুন্নাতুর রহমান, অফিস সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ রাজু। কোরআন নাইট অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তারা একঝাক তরুণের প্রচেষ্টায় প্রথমবারের মত আয়োজিত এই অনুষ্ঠানে ভুয়সী প্রশংসা করে বলেন, তরুণরাই পারে একটি কমিউনিটিকে সঠিক পথে নিয়ে যেতে । কমিউনিটিকে একটি সুন্দর ইসলামিক ব্যবস্থাপনায় আনতে তাদের ভুমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সুস্থ ইসলামিক কালচারকে লালন এবং ধারণ করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । তাহলে ইসলাম, দেশ এবং সমাজব্যবস্থায় পরিবর্তন সম্ভব । কোরআন নাইটে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, ডা হেলাল উদ্দীন, প্রফেসর ড. মাওলানা ফখরুদ্দীন, মাওলানা এনাম উদ্দীন, মাওলানা শাহান শাহ ইয়াহইয়া, মাওলানা আবু ছাইদ, মাওলানা হাবিব ফয়েজী, হাফিজ এবাদুর রহমন, হাফিজ জমশেদ হোসাইন, হাফিজ জমির আলী, হাফিজ জাকির, হাফিজ নজম উদ্দীন, বাংলা বাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ার ব্রংকস অফিসের চিফ এডভাইজার, আগর আতর ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভপাতি মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, আলহাজ্ব ওলীউর রহমান, আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, তোফায়েল চৌধুরী, সাংবাদিক সাখাওয়াত সেলিম, মাস্টার খলিলুর রহমান, মাস্টার আব্দুল খালিক, মাস্টার তাজ উদ্দীন, এহসান রাসুল, ডা. আবুল, রোকন হাকিম, মান্না মুনতাসির, ইমেতয়াজ বেলাল, আলী, কবি মাসুম আহমদ, সরওয়ার রুমি, ফয়সল আহমদ, আব্দুল হাকিম, দৈনিক ইনকিলাব যুক্তরাষ্ট্র সংবাদদাতা মাহফুজ আদনান, আতিকুর রহমান, আব্দুল খালিক, তাহের চৌধুরী, জাকির আহমদ, মাহিদ আহমদ, রাজু, শাহেদ, মুমিন, ফয়সল, জামিল, ছাইদুল, শাহেদ, হালিম, কাউছার প্রমুখ।
মাহফিলে বিশেষ ভাবে সহযোগীতা করে, খলিল বিরিয়ানী, স্টারলিং ফার্মেসী, সেইফ মেডিকেল কেয়ার, লংজেভেটি হোম কেয়ার, মান্না মুনতাসির ওয়েলকেয়ার, ডা, রোমানা সবুর, ইউনিভার্সেল ট্রাভেলস প্রমুখ।
কোরআন নাইট অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সহ সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল মুক্তাদির তফাদার, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সামাদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ ফাহাদ, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহবুব, প্রচার সম্পাদক আদিল মিয়া, সহ প্রচার সম্পাদক হেলাল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ফখরুল ইসলাম, সহ শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শরীফ আহমদ সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী ইব্রাহীম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন নুরুর প্রমুখ ।
অনুষ্ঠানের শেষাংষে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন ইকফার মাসুম নূর।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইকফা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ