Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলী দখলদারির সমালোচনা করলেন তেল আবিবের মেয়র

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেল আবিবে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে চার ইসরাইলি নাগরিক নিহত হওয়ার পর ইসরাইলের ভেতরেই ইহুদিবাদী দেশটির দখলদারি নীতির সমালোচনা শুরু হয়েছে। ইসরাইলি দখলদারি নীতির সমালোচনায় সামনের কাতারে আছেন তেল আবিবের মেয়র রন হুলদাই। ইসরাইলি আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান সন্ত্রাসবাদের মূলে রয়েছে ইসরাইলের ফিলিস্তিনি ভূখ- দখল। আমরা বিশ্বে একমাত্র জাতি যাদের দখলদারিত্বের নীচে বাস করছে আরেকটি জাতি। তাদের নাগরিক অধিকার অস্বীকার করা হচ্ছে, বলেন মেয়র হুলদাই। তিনি বলেন, সমস্যা হচ্ছে যখন সন্ত্রাসবাদ থাকে না তখন দখলদারিত্ব নিয়ে কেউ কথা বলেন না। হুলদাই বলেন, ৪৯ বছর হয়ে গেলে ফিলিস্তিনিদের সাথে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। কোনো নেতা সাহস করে এটা বলছেনও না। অন্যদিকে ইসরাইলি আরব সংসদ সদস্য আয়মান ওদেহ বলেন, ইসরাইলি দখলদারিত্বের অবসানকল্পে উভয়পক্ষকে একযোগে কাজ করতে হবে। উভয় জনগণের জন্য সঠিক কাজ ও শান্তির জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ইসরাইলি রাজনীতিকদের একাংশ বলছেন, ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের প্রতিবাদে ওই হত্যাকা- ঘটেছে। গত বুধবার তেল আবিবে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে চার ইসরাইলি নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরাইলী দখলদারির সমালোচনা করলেন তেল আবিবের মেয়র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ