মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার বিমান বাহিনী বলেছে, সুখোই-২৭ যুদ্ধবিমান বহরের আকাশে উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। মস্কো অঞ্চলে বিমান প্রদর্শনীতে সুখোই যুদ্ধবিমানের মারাত্মক দুর্ঘটনার কারণ বের না করা পর্যন্ত এ বহরের আকাশে ওড়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। রাশিয়ার সুখোই বহরে তিনশ’র বেশি বিমান রয়েছে যা দেশটির মোট যুদ্ধবিমানের প্রায় অর্ধেক। রুশ বিমান বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল ভিক্টর বোনদারেভে গত বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। এদিন সকালের দিকে মস্কো অঞ্চলে একটি সুখোই বিধ্বস্ত হলে এর পাইলট নিহত হন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিশন এ বিষয়ে তদন্ত করছে। একটি মিশন শেষে বিমানবন্দরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আবাসিক ভবনের ওপর বিমানকে ভূপাতিত হওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছিলেন পাইলট। শেষ পর্যন্ত তিনি আর বিমান থেকে বের হয়ে আসতে পারেননি। রুশ সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে টেস্ট পাইলট ম্যাগোমেদ তোলবায়োইভ বলেছেন, ফ্লাইট মনিটরিং সিস্টেমের ব্যর্থতার কারণে হয়ত এ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। হতভাগ্য বিমানটি রাশিয়ার খ্যাতনামা বিমান অ্যাক্রোবেটিক দল রাশিয়ান নাইটসের সদস্য ছিল। এ দল মস্কোর রেড স্কয়ারে চমকপ্রদ বিমান অ্যাক্রোবেটিক দেখায়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।