Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মী সভা

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৫৫ পিএম

নিউইয়রকের জ্যাকসন হাইটসের তিতাস পারটি হলে গত ১লা সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সন্মেলন ৮ সেপ্টেম্বর কর্মি সমাবেশের সাফল্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় সাংগাঠনিক নিয়মে দায়িত্য বন্টন করা হয় ।

মেছবাহ আহমেদের সভাপতিত্যে এবং ফরিদ আলম ও কায়কোবাদ খানের যৌথ পরিচালনায় সভায় উপসথিত ছিলেন, ড: প্রদিপ কর, হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল চৌ: আ:রহিম বাদশা, অ্যড শাহ মো: বখতিয়ার, শরীফ কামরুল আলম হিরা, ইলিয়ার রহমান, আসাফ মাসুক, কায়কোবাদ খান, শাহনাজ মমতাজ,শেখ জামাল হোসাইন,রুমানা আখতার, মো: আলমগীর, (ইনজি:)মিজানুল হাসান, সাখাওয়াত হোসেন চনচল চেীরুরী,মনজুর চৌ:,সেবুল মিয়া, আতাউর রহমান,দেলওয়ার হোসেন, সাদেক বদরুজজামান পাননা, নাদের মাষ্টার,,জামাল হোসেন ,মো: মিজান , মিজানুল হাসান,নাফিকুর রহমান,রহিমুল হুদা,শারমিন তালুকদার, সুব্রত দা, মো:মাইনউদ্দিন , হুমায়ন কবির,মো:মুহিত,বি এম জাকির হোসেন হিরন,মাহমুদুর রহমান ,শহিদুল ইসলাম সহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ