প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২০১৭ সালের ‘সেরা কন্ঠ’র চূড়ান্ত শীর্ষস্থানীয় কয়েকজনের মধ্যে একজন হলেন কানিজ খাদিজা তিন্নি। প্রতিযাগিতার একটি বিশেষ পর্বে তিন্নি গেয়েছিলেন শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার ‘তুমি আমার এমনই একজন’ গানটি। গানটি গাওয়ার সময় অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন গানটির গীতিকবি ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিন্নির কন্ঠে গান শুনে তিনি এতোটাই মুগ্ধ হয়েছিলেন যে ‘সেরা কন্ঠ ২০১৭’র চূড়ান্ত পর্বে যদি তিন্নি বাদ পড়ে যান তাহলে খুব অন্যায় হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিন্তু তারপরও নিয়মের ধারাবাহিকতায় বাদ পড়তে হয়েছে তিন্নিকে। কিন্তু থেমে যাননি তিন্নি। সেই তিন্নি এখন স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ত থাকেন। আগামী ৫ ও ১৭ সেপ্টেম্বর দুটো স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি। এখনো তিন্নির মৌলিক কোন গান প্রকাশিত হয়নি। তারপরও তিন্নি আশাবাদী হয়তো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। ছয় বছর বয়সে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ বছরের সঙ্গীতের কোর্সে ভর্তি হবার আগেই গানে তার হাতে খড়ি হয় শিল্পকলার শিক্ষক মায়া ঘোষের কাছে। তার গানের বড় অনুপ্রেরণা তার বাবা কাওসার ইমাম ও মা রুনা লায়লা। গানে তার আদর্শ শাহনাজ রহমতুল্লাহ, মিতালী মুখার্জি ও লতা মুঙ্গেশকর। ভালোলাগে রুনা লায়লা ও সামিনা চৌধুরীর গান। তিন্নি চার বছর ড. রেজওয়ান আলীর কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন। পরবর্তীতে ২০১৭’তে সেরা কন্ঠ’তে প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সেরা কন্ঠ প্রতিযোগিতা তাকে পেশাগত সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তুলতে দারুণভাবে সহযোগিতা করেছে বলে তার ভাষ্য। তিন্নি বলেন, ‘অনেক বিখ্যাত শিল্পী হবার বাসনা নেই। খুব ভালো একজন মানুষ হতে চাই যাতে আমার বাবা মা গর্ব করতে পারেন। আর ভালো একজন শিল্পী হতে চাই, চাই শুদ্ধ সুরে সঠিকভাবে গান গাইতে।’ তিন্নির নিজস্ব ব্যান্ড দলের নাম ‘টি ক্রু’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।