Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেজ শো নিয়ে ব্যস্ত পড়শী

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের বাইরে ছাড়াও দেশের বিভিন্ন জেলাতে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী পড়শী। তিনি জানান, চলতি মাসে সুইজ-বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রণে গাইতে সুইজারল্যান্ড গিয়েছিলাম। সাত দিনের সফর শেষে দেশে ফিরেছি গত ২১ তারিখ। এরপর বিভিন্ন জেলাতে স্টেজ শো করছি। এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি। ঢাকা ফিরবো দুই-এক দিনের মধ্যেই। পড়শী জানান, আগামী মাসের ৩ তারিখ গুলশান এবং ৪ তারিখ মোহাম্মদপুরে কনসার্টে গাইবেন। এদিকে ঈদ উপলক্ষে তার নতুন গান প্রকাশ করা হবে। ইটিএম রেকর্ডিংয়ের ব্যানারে পাঞ্জাবের এক শিল্পীর সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার প্রাথমিক আলোচনা এবং চুক্তি স¤পন্ন হয়েছে। শিগগির এর রেকর্ডিং শেষ হবে। এছাড়া কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদের সঙ্গে নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে পড়শীকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টেজ শো নিয়ে ব্যস্ত পড়শী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ