Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রীকে ৮দিন পর কুড়িগ্রাম থেকে উদ্ধার

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ৮:০০ পিএম

ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রী জুলিয়া আক্তার মীমকে ৮ দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবিরের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ মামলার মূল আসামী জয় খান (২৩) কে গ্রেফতার করা হয়। অপহরনকারী জয় খান ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার ভাট্রা গ্রামের শরিফুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট কলেজ যাওয়ার পথে জুলিয়া আক্তারকে অপহরন করা হয়। ঐদিনই হালুয়া ঘাট থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী অপহৃত কলেজ ছাত্রী থাকার বিষয়টি নিশ্চিত হয়ে হালুয়া ঘাট থানা পুলিশসহ তার পরিবারের লোকজন নাগেশ্বরীতে আসে। পরে নাগেশ্বরী থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
মেয়েটিকে উদ্ধার করে আসামীসহ হালুয়া ঘাট থানায় মামলার তদন্তকারী অফিসার এসআই মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ