মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটের মধ্যে ২৫ আটকে থাকতে হয়েছে পোপ ফ্রান্সিসকে (৮২)। তবে ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ জানায়নি, লিফটে সেসসয় পোপ ফ্রান্সিসের সঙ্গে কেউ ছিলেন কি না। ২৫ মিনিট চেষ্টার পর লিফট ঠিক করে তাকে বের করে দমকল বাহিনী।
গতকাল রবিবার সকালে সেন্ট পিটার্স স্কোয়ারে একটি প্রার্থণা অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা ছিল তার। আর সেখানে যেতে গিয়েই বিপত্তি। শেষ পর্যন্ত তাকে এসে উদ্ধার করেন দমকল কর্মীরা।
সেন্ট পিটার্স স্কোয়ারে যেতে পোপ ফ্রান্সিসের ৭ মিনিট দেরি হয়ে যায়। সমবেত জনতাকে তিনি তার সমস্যার কথা জানান। পোপ ফ্রান্সিস বলেন, আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফটে আটকা পড়েছিলাম। দমকল বাহিনী গিয়ে আমাকে উদ্ধার করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।