Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ পিএম

গাজীপুরের সালনা থেকে শুটারগানসহ অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১০৯০০ টাকা উদ্ধার করা হয়। গতরাতে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন- আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১ এর লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, এই চক্রটি গাজীপুরের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে ডেকে আনে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে আত্মীয়-স্বজনদের নিকট থেকে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। এভাবে দীর্ঘদিন ধরে তারা মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল। দীর্ঘদিন তাদের ধরতে র‌্যাব কাজ করছিল।।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ