মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২৬ অভিবাসীকে গ্রেফতার করেছে গ্রিসের পুলিশ। যারমধ্যে তিনজন বাংলাদেশী বাকি ২৩ জন পাকিস্তানি। একটি ভ্যানে করে তাদেরকে বহন করা হচ্ছিল। এ সময় গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর থিসালোনিকিতে পুলিশ ওই ভ্যানের গতিরোধ করে। এ সময় এর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে ধরে ফেলে। গ্রিস থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ঘটনাটি গতকাল রোববার সকালের।
কর্তৃপক্ষ বলেছে, আটক ওই গ্রিক ব্যক্তি একটি গুদামের ইনচার্জ। সেখানে আটকে রাখা হয়েছিল ১২ জন পাকিস্তানিকে। তাদের কাছে অর্থ দাবি করে আটকে রেখেছিল পাচারকারীরা। পুলিশ বলেছে, ২৬ অভিবাসী সহ ওই ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গুদামঘরে। এ জন্য তারা প্রতিজন ২০০০ ইউরো করে অর্থ পরিশোধ করেছে। কথা ছিল তাদেরকে নদীপথে তুরস্ক ও গ্রিসকে বিভক্তকারী নদী পাড় করে পরে থেসালোনিকি শহরে পৌঁছে দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।