Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হতে ১৪ (চৌদ্দ) জন দালাল চক্র আটক র‌্যাব-৮, সিপিসি-২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১২ এএম

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় দালাল চক্র চিকিৎসা গ্রহণকারী অসহায় মানুষের নিকট হতে বিভিন্ন প্রতারণার মাধ্যমে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার কার্যক্রম চালিয়ে আসছে। যেমন, অসুস্থ রোগীদের হাসপাতালে সিট পাইয়ে দেওয়া, বিভিন্ন ধরনের টেষ্ট সরকারী সংস্থায় না করিয়ে পাশের বিভিন্ন ক্লিনিকে টেষ্ট করানোর মাধ্যমে, যানবাহনের সেবা প্রদানের মাধ্যমে, সিরিয়াল প্রদানের মাধ্যমে। এ প্রেক্ষিতে ০১/০৯/২০১৯ ইং তারিখ দুপুরে গোপন উৎস থেকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালের কার্যক্রম বিষয়ে সংবাদ পাওয়া গেলে উক্ত সংবাদের সত্যতা যাচাই এর জন্য ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তৎপরতা অব্যহত রাখে এবং সংবাদের সত্যতা পায়। এ প্রেক্ষিতে ০১/০৯/২০১৯ ইং তারিখ দুপুরে সিপিসি-২, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হতে দালাল ১। মোছাঃ তানিয়া বেগম(৪০), পিতা-হাবিবুর রহমান, সাং-পূর্ব খাবাসপুর, ২। সম্পা(৩০), স্বামী- মৃত মুরাদ শেখ, সাং-হারুকান্দি ৩। হালিমা(৪৫), স্বামী-মোহাম্মদ আলী, সাং-আলীপুর, ৪। রোকেয়া(৩৫), স্বামী-শেখ চাঁন মিয়া, সাং-হারুকান্দি, ৫। জোহরা বেগম(৫০), স্বামী-মান্নান মৃধা, সাং-হারুকান্দি, ৬। সুফিয়া(৪৫), পিতা-গোইজ উদ্দিন, সাং-চরনিধরদি, ৭। মোঃ জাহিদ(৩৫), পিতা-ইউসুফ আলী, সাং কাসেম মাতুব্বর ডাঙ্গী, ৮। মোঃ ইমাম শেখ(২২), পিতা-ছলেমান শেখ, সাং-ভাষানচর, ৯। মোঃ জামান প্রমানিক(৪৮), পিতা-নুরউদ্দিন প্রমানিক, সাং-মঙ্গল কোর্ট, ১০। কামরুল ইসলাম(১৯), পিতা-মোঃ আঃ হক, সাং-কাইম উদ্দিন মাতুব্বর ডাঙ্গী, ১১। হেলেনা(৩০), পিতা-চুন্নু শেখ, সাং-হারুকান্দি, সর্বথানা-কোতয়ালী ১২। সিদ্দিক শেখ(২৩), পিতা-বারেক শেখ, সাং-কালিখোলা বাজার ১৩। জবেদা(৪০), স্বামী-সূর্য্য সরদার, সাং-মানিকনগর তালমা, উভয় থানা-নগরকান্দা, জেলা ফরিদপুর, ১৪। পপি বোষ(২০), স্বামী-নিত্যবালা, সাং-বাসুদেবপুর, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জদেরকে আটক করে। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা গ্রহণকারী ব্যক্তিদের নিকট হতে অবৈধ কার্যক্রম করে বিভিন্ন ভাবে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে থাকে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব মোঃ বায়েজিদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুর এর উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সংক্রান্তে মোবাইল কোর্ট মামলা নম্বর-২৪৮/১৯ হতে ২৬১/১৯ পর্যন্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ