মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামের প্রকাশিত চ‚ড়ান্ত নাগরিক তালিকা বিশ্বাস করে না বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার সংস্থাটির আসাম অঞ্চলের প্রধান রণজিৎ কুমার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, শুধুমাত্র আসামকে কেন্দ্র করে করা এই তালিকায় তারা বিশ্বাসী না। কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার প্রকাশ হয়েছে আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির আসান প্রধান বলেন, ‘আমরা এই তালিকা বিশ্বাস করি না। আমরা খুবই অখুশি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যেন জাতীয় পর্যায়ে একটি তালিকা করা হয়। এর আগে আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর রাজ্যটির অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। তিনি দাবি করেছেন, আরও বেশি অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিদের তাড়িয়ে দিতে তাদের দল কাজ করে যাবে। এদিকে শনিবার বিকেলে কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) জেনেছে পর্যাপ্ত পারিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে যে চ‚ড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার ৬৫৯ জন নাগরিকের মধ্যে ভাষাভাষী ও ধর্ম নির্বিশেষে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এনআরসি তালিকায় অনেক ক্ষেত্রে পরিবারের সবার নাম থাকলেও একই তথ্য উপস্থাপনের পরও নির্দিষ্ট দুই একজন বাদ পড়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।