Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলকে ড্রোন হামলার মূল্য দিতে হবে : হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বৈরুতে সা¤প্রতিক ইসরাইলি ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দলটির নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, পাল্টা জবাব দেওয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে, তার কোনও নড়চড় হবে না। ড্রোন হামলার জন্য ইসরাইলকে ম‚ল্য দিতে হবে। শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, ড্রোন হামলার জবাব হবে আত্মরক্ষার যৌক্তিক অধিকারের যথাযথ প্রয়োগ। ইহুদিবাদী ইসরাইলকে এ কথা বুঝিয়ে দিতে হবে, লেবাননের আকাশসীমা তার জন্য উন্মুক্ত নয়। ইসরাইলি ড্রোনের সাহায্যে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে বোমাবর্ষণের ব্যর্থ চেষ্টার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হাসান নাসরুল্লাহ এ বক্তব্য দিলেন। ওই ব্যর্থ হামলা চেষ্টার ঘটনায় ইসরাইলের পাঠানো একটি ড্রোন হিজবুল্লাহর একটি মিডিয়া সেন্টারের ওপর
ভেঙে পড়ে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজবুল্লাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ