Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০০ মিটারে সেরা সাইফুল-শিরিন

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ১১:৫৯ পিএম

জাতীয় সামার অ্যাথলেটিক্সের ২০০ মিটার স্প্রিন্টে সেরার খেতাব জিতলেন সাইফুল-শিরিন। গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাইফুল ইসলাম খান ২১.৮২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন। সেনাবাহিনীর মো: শরিফুল ইসলাম ২১.৮৩ সেকেন্ড সময়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর আরেক কৃতি অ্যাথলেট জহির রায়হান ২১.৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয়স্থান পান। এই ইভেন্টের মহিলা বিভাগে দেশের দ্রæততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার ২৪.৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথমস্থান পান। একই সংস্থার সোহাগী আক্তার ২৪.৫০ সেকেন্ড সময়ে দ্বিতীয় ও সেনাবাহিনীর শরিফা খাতুন ২৪.৮৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।

কাল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন হাই জাম্পার মাহফুজুর রহমান। ২.১৫ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েন তিনি। এসএ গেমসের ক্যাম্পে থাকা এই জাম্পার পদকের স্বপ্ন দেখাচ্ছেন। সাফল্য পাওয়ার পর তিনি বলেন,‘গত সাউথ এশিয়ান (এসএ) গেমসে যারা স্বর্ণ জিতেছে তারা ২.১৭ মিটার লাফিয়েছে। এখনো দুই মাস সময় বাকি আছে। আমরা সঠিকমতো প্রস্তুতি নিতে পারলে এই ইভেন্টে আমাদের পদক পাবার সম্ভাবনা আছে।’

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এসএ গেমসের অনুশীলন চলছে। সেই অনুশীলনকেই যথেষ্ট মনে করছেন মাহফুজ। তার কথায়,‘বিদেশে সামান্য প্রশিক্ষণ বা দেশেই বিদেশি কোচ অধীনে প্রশিক্ষণ নিলে হয়তো আরো একটু সম্ভাবনা বাড়বে। তবে বিকেএসপির প্রশিক্ষণ এসএ গেমসের জন্য যথেষ্ট। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফুল-শিরিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ