পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মোদি সরকার ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরে মুসলমানদের অধিকার খর্ব করেছে। কাশ্মীরে যেভাবে মানবতা বিরোধী নির্যাতন-নিপীড়ন চলছে তা বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। কাশ্মীরকে দখল এবং মুসলিমশূন্য করে হিন্দুত্ববাদী রামরাজ্য কায়েমের ষড়যন্ত্র চলছে- যা কোন শান্তিকামী মানুষ মেনে নিতে পারে না। কাশ্মীরে মুসলিম গণহত্যা, নির্যাতন বন্ধ, ভারতীয় সৈন্য প্রত্যাহার ও তাদের স্বাধীনতার দাবিতে গতকাল শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা শাহ আতাউল্লাহ একথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, যুগ্ম-মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি মোর্শারফ হেসেন, মাওলানা জুনায়েদ কাঠখালি, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন আজহারী, মাওলানা শেখ সাদী, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা আক্তারুজ্জামান সাদেকী, মুফতি মো. আল আমিন, মুফতি মাহবুবুর রহমান, মুফতি আব্দুর রহীম কাসেমী ও মুফতি আলী হায়দার গাজীপুরী।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিমরাই নেতৃত্ব দিয়ে রক্ষা দিয়েছিল। আজ মোদি সরকার কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ভারতকে কাশ্মীরের মুসলমানদের সাংবিধানিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, আমাদের হতে অস্ত্র নেই কিন্ত কালিমার শ্লোগান আছে। নির্যাতন বন্ধ করো না হয় ভারত টুকরো টুকরো হয়ে যাবে।
আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, কাশ্মীর ইস্যুতে আমাদের সেতুমন্ত্রী ভারতীয়দের পক্ষ নিয়েছেন। ঈমানের জোর থাকলে কাশ্মীরি মজলুম মুসলমানদের পক্ষে থাকুন। তিনি বলেন, ভারতের প্রতি এতো নতজানু থাকেন কেন? ঈমান ও জনবল নিয়ে আমরা মজলুম মুসলমানদের পক্ষে থাকবো ইন শা আল্লাহ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মোদির নেতৃত্বেই ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করা হয়েছিল। ভারত সংবিধানের ৩৭০ ধারাই প্রমাণ করে কাশ্মীর ভারতের কোনো অংশ ছিল না। আজ কাশ্মীর দখল হলে কাল তারা প্রতিবেশী অন্য দেশ দখলের ষড়যন্ত্র করলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
সমাবেশ শেষে মাওলানা শাহ আতাউল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে কাকরাইলের কাছে গিয়ে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।