Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিটফোর্ডে হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পুরান ঢাকা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৯, ৭:৫১ পিএম

স্যারসলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপতালে ডেঙ্গুজ্বরে আক্রাক্ত রোগীর সংখ্যা কমেছে।গত ২৪ ঘন্টায় আজ শনিবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছে ৫৫ জন। মোট ভর্তি সংখ্যা ৩৩৭ জন। এর মধ্যে গত ২৬ শে আগষ্ট দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়।

শনিবার দপুরে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু নিয়ন্ত্রন সেল থেকে এই তথ্য জানানো হয়। হাসপাতালটির নার্স সুপারভাইজার আক্তারী বেগম জানান, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রোগী ভর্তির সংখ্যা ৭০ জন কম ভর্তি হয়েছে।

হাসপাতালের সহ পরিচালক ডা:আব্দুর রশিদ জানান, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত প্রায় দুই সহশ্রাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। মারা গেছে মোট ১১ জন, তবে তাদের অনেকেই বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন শেষ দিকে এসে মিটফোর্ডে ভর্তি হন।

ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি কেরানীগঞ্জের রাকিব উদ্দিন জানান, তিনি গত শুক্রবার ভর্তি হয়েছেন এখন অনেকটাই সুস্থ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ