পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সাবেক পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপস করেননি।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর আব্দুল্লাপুর মোড়ে এরশাদের চেহলাম উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে। মানুষের অন্তরে পল্লীবন্ধু আজীবন বেঁচে থাকবেন।
জাপার উত্তরা পশ্চিম থানার সভাপতি শরীফুল আলম সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী।
এর আগে সকাল সাড়ে ৯টায় আব্দুল্লাপুরে রাস্তার পূর্বপাশে উত্তরা পূর্ব থানার চেহলাম অনুষ্ঠানে জাপার চেয়ারম্যান যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকুল আমিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।