Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে খেলতে বের হয়ে হয়ে শিশু নিখোঁজ :১দিন পর বুড়িগঙ্গায় লাশ উদ্ধার

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ৯:৫৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে বাসা থেকে খেলতে বের হয়ে নিঁখোজের একদিন পর বুড়িগঙ্গা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মোঃ মাহিন হোসেন(৮)। আজ শুক্রবার(৩০আগস্ট) সকাল সাড়ে ১১টায় দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের নাগর মহল ঘাটে বুড়িগঙ্গা নদী থেকে ওই শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী সুত্রে জানা যায়,গতবৃহস্পতিবার(২৯আগস্ট) দুপুরে শিশু মাহিন তাদের বাসার নীচে খেলতে বের হয়। অনেক সময় পার হলেও শিশু মাহিন বাসায় না ফেরায় পরিবারের সবাই তাকে খুঁজতে বের হয়। তারা নগরমহল ও ইস্পাহানী আবাসিক এলাকায়সহ আশেপাশের বিভিন্ন এলাকায় শিশু মাহিনকে খোঁজাখুঁজি করে।এছাড়া ওইদিন সারা বেলা মাহিনের খোঁজ পাওয়ার জন্য আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও মাইকিং করা হয়। কিন্ত মাহিনের কোন খোঁজ পায়নি তার পরিবারের লোকজন।শুক্রবার সকালে নাগরমহল ঘাটে বুড়িগঙ্গা নদীতে শিশুটির লাশ হঠাৎ ভেসে উঠে। এসময় ওই ঘাটে থাকা নৌকার মাঝিরা প্রথমে লাশটি দেখতে পায়। এতে খবর পেয়ে মাহিনের পরিবারের লোকজন দ্রুত ঘাটে এসে মাহিনের লাশ তারা সনাক্ত করে। ধারনা করা হচ্ছে শিশুটি নদীর পাড়ে খেলারস্থলে অসাবধনতাবসত বুড়িগঙ্গা নদীতে পড়ে নিঁখোজ হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই মোঃ আরব আলী জানান, শিশুটির লাশ নাগরমহল ঘাটে ভেসে উঠলে এলাকাবাসী থানায় খবর দেয় । এতে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির লাশ নদী থেকে উদ্ধার করি। পরে মাহিনের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত শিশুটির বাবার নাম মোঃ মামুন মিয়া। তাদের বাসা নাগর মহল এলাকায়ই। মাহিন ছিল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ