নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের ইতিহাসে সব সময় ফেডারেশন কাপ দিয়েই নতুন মৌসুম শুরু হয়েছে। এবারই ব্যতিক্রম ঘটলো। নতুন ফুটবল মৌসুম শুরু হয় স্বাধীনতা কাপ দিয়ে। গত ৭ মে এই টুর্নামেন্ট শেষ হলেও ঝুলে ছিলো ফেডারেশন কাপ। অবশেষে নানা জটিলতা কাটিয়ে মাঠে গড়ালো জনপ্রিয় এই আসর। দু’দফা পিছিয়ে গতকাল শুরু হয়েছে ওয়ালটন ফেডারেশন কাপ। প্রথম দিনেই হোঁচট খেয়েছে চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ এমএফএসর বিপক্ষে ড্র করে মোহামেডান পয়েন্ট খোয়ালেও আরামবাগ ক্রীড়া সংঘের কাছে হেরে গেছে আবাহনী।
গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডান প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ এমএফএসের বিপক্ষে। ম্যাচের শুরুতে মোহামেডানকে হতবাক করে গোল আদায় করে নেয় রহমতগঞ্জ। ৪ মিনিটে রহমতগঞ্জের জাতীয় দলের মিডফিল্ডার সৈয়দ রাশেদ তুর্য্য মাঝমাঠ থেকে থ্রু পাস দেন কঙ্গোর ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়োকে। তিনি মোহামেডান ডি-বক্সের ওপর বল আয়ত্তে¡ নিয়ে দ্রæতগতিতে এগিয়ে গিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোল করে এগিয়ে নেন রহমতগঞ্জকে (১-০)। শুরুতেই গোল হজম করে তা শোধে মরিয়া হয়েই লড়ে মোহামেডান। একের পর এক আক্রমণে তারা ব্যতিব্যস্ত করে তুলে রহমতগঞ্জের রক্ষণভাগকে। কিন্তু দুর্ভাগ্য সাদাকালোদের অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়না তারা। ধারাবাহিক আক্রমণের মুখে ম্যাচের ৩৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে মোহামেডান। এসময় বল নিয়ে রহমতগঞ্জের বক্সে ঢুকে পড়েন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। বলটা একটু বুঝে শুনে মারতে পারলেই নিশ্চিত গোল। কিন্তু সতীর্থদের মতোই এবারো বল ক্রসবারের উপর দিয়ে মারেন জনি। ৪৩ মিনিটে বক্সের কাছেই ফ্রিকিক পায় রহমতগঞ্জ। বামপ্রান্ত থেকে করা এলিটা বেঞ্জামিনের ফ্রিকিকের বল বক্সে পড়লেও তা ক্লিয়ার করে মোহামেডানের রক্ষণভাগ। ৫৭ মিনিটে আরো একটি সুযোগ আসে সাদাকালোদের সামনে। প্যাট্রিকের পাস থেকে বক্সে বল পেয়ে ডান পায়ের গড়ানো শট করেন ইসমাইল বাঙ্গুরা। কিন্তু বল সাইডবার ঘেষে বাইরে চলে যায়। পিছিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান। বিরতির পর গোলশোধে মরিয়া হয়ে লড়ে তারা। অবশেষে গোলের দেখা মিলে। ম্যাচের ৬৩ মিনিটে মাসুক মিয়া জনির শট রহমতগঞ্জ গোলরক্ষক আল-আমিন ঝাপিয়ে পড়ে ফিরিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। বল গিয়ে পড়ে ইসমাইল বাঙ্গুরার পায়ে। তিনি কাল বিলম্ব না করে রহমতগঞ্জের জালে বল ঠেলে দেন (১-১)। আর এ গোলেই উজ্জীবিত হয় মোহামেডান। ৬৮ মিনিটে এগিয়ে যায় সাদা কালো শিবির। এসময় সেনেগালের ডিফেন্ডার ইয়া ইয়া সি ৩৫ গজ দুর থেকে নিচু ফ্রিকিক করেন। বল পড়ে রহমতগঞ্জের বক্সে। ইয়া ইয়া সি’র ফ্রি-কিকের বল ইসমাইল বাঙ্গুরা ব্যক হিল করলে পোস্টের খুব কাছ থেকে তা রিসিভ করে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড শাহাদাত হোসেন শাহেদ (২-১)। এগিয়ে যাবার আনন্দ খুব বেশী সময় স্থায়ী হয়নি মোহাডোন শিবিরের। ৮০ মিনিটে আবারো গোল করে জায়ান্ট কিলাররা। এসময় বক্সের দশ গজ দূর থেকে মিডফিল্ডার ফয়সাল আহমেদের বাড়িয়ে দেয়া বলে দর্শণীয় শটে মোহামেডানের জাল কাঁপান রহমতগঞ্জের কঙ্গোর ফরোয়ার্ড সিয়ো জুনাপিয়ো (২-২)। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় রহমমগঞ্জের কাছে পয়েন্ট জমা রেখেই মাঠ ছাড়ে মোহামেডান। ম্যাচ সেরার পুরস্কার পান সিয়ো জোনাপিয়ো। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এদিকে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে হারায় ঢাকা আবাহনী লিমিটেডকে। খেলার ২৫ মিনিটে আরামবাগের মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ্ জয়সূচক গোলটি করেন। ম্যাচ সেরার পুরস্কার পান তিনিই। একাদশে জাতীয় দলের সাতজন খেলোয়াড় সত্তে¡ও গোল শোধ করতে পারেনি আবাহনী। তাদের একের পর এক আক্রমণ আরামবাগের রক্ষণ দেয়ালে প্রতিহত হয়ে ফিরে আসে। গোদের ওপর বিষফোঁড়ার মতো ম্যাচের ৬১ মিনিটে অধিনায়ক আরিফুল ইসলাম লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় আবাহনী। আরামবাগের ফরোয়ার্ড জাফর ইকবালকে ফাউল করলে আরিফুলকে লাল কার্ড দেখান রেফারি মিজানুর রহমান। ফলে কোমড় ভাঙ্গা আবাহনী আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।