Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার ডিভিশন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পাপন

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে নানা অনিয়ম এবং প্রভাবিত আম্পায়ারিংয়ের অভিযোগ মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত এবং প্রকাশিত হওয়ায় লীগটির ইমেজেই শুধু নয়, ধাক্কা খেয়েছে বিসিবি’র ইমেজও। ঢাকা ক্রিকেট লীগের এসব নেতিবাচক খবর মিডিয়ার মাধ্যমে বহির্বিশ্বে জানাজানি হওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। অন্যান্য বোর্ড প্রেসিডেন্টটরাও নাকি এ নিয়ে প্রশ্ন করেছেন বিসিবি সভাপতিকে, এমন তথ্যই দিয়েছেন পাপনÑ‘অন্য দেশের কোনো (বোর্ড) প্রেসিডেন্ট যখন ফোন করে বলেন, তোমাদের ওখানে প্রতিটা খেলাই নাকি পয়সার বিনিময়ে হয়, তখন খুব খারাপ লাগে। এটা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র।’
বিষয়টি যে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত, আইসিসির কাছে ছবি পাঠানোয় সেটাই প্রতীয়মান হয়েছে বলে মনে করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘আইসিসি পর্যন্ত গেল। ছবি-টবিসহ পাঠানো হলো। এটা যে উদ্দেশ্যপ্রণোদিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নইলে আইসিসির কাছে ছবি পাঠানো হবে কেন? বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, এখানে পাতানো খেলা হয়। এর মানে কি বাংলাদেশকে বহিষ্কার করার জন্য যা যা করার সে চেষ্টা চলছে ?’
যে রান আউটের ছবি পাঠিয়ে আবাহনীর পক্ষ হয়ে আম্পায়ারিংয়ের অভিযোগ আইসিসিতে নালিশ করা হয়েছে, তার কোন অর্থই খুঁজে পাচ্ছেন না বোর্ড সভাপতি। বরং আম্পায়ারিংয়ের কোন ফেভার পায়নি আবাহনী, সে বিশ্বাস বদ্ধমূল পাপনেরÑ‘একটা রান আউট দেয়া হয়নি। কিন্তু ওই রান আউটের সঙ্গে খেলার রেজাল্টের কোনো সম্পর্ক নেই। কারণ ৬ উইকেটের জায়গায় ৭ উইকেট হতো। শেষ দুই বলে চার-ছক্কা মেরেই আবাহনীকে জিততে হয়েছে। বরং আবাহনী দু’টি ম্যাচ হেরে গেছে শেষ বলে।’ সুপার লীগে উঠেছে যে ৬টি দল, তাদের কেউ আম্পায়ারিংয়ের সুবিধা পায়নি বলে মনে করছেন তিনিÑ‘কোনো দলই আম্পায়ারিংয়ের সুবিধা নিয়ে সুপার লিগে যায় নাই। সুয়োগ-সুবিধা নিয়ে ফাঁকফোকর দিয়ে এসেছে এটা তো কেউ বলতে পারবে না।’
আম্পায়ারিং নিয়ে অভিযোগ শুনতে শুনতে কান ঝালা পালা হওয়ায় সুপার লীগের আগে করনীয় উপায় বের করতে চান তিনিÑ‘আম্পায়ারের কোনো সিদ্ধান্তে কোনো দল জিতেছে, বা সুবিধা পেয়েছে, এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। আম্পায়ারিং নিয়ে অনেক আলাপ-আলোচনা হচ্ছে। সুপার লিগের আগে এখন ও চার-পাঁচ দিন সময় আছে। এ ধরনের কিছুর সম্ভাবনা যেন থাকে তার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে কাল রাতেও অনেক আলাপ-আলোচনা করেছি।’
প্রথম লেগের শেষ রাউন্ডে ভিক্টোরিয়ার বিপক্ষে গাজী গ্রæপের ম্যাচটি প্রথা ভেঙ্গে ফিকশ্চারে পরিবর্তন এনে একদিন পর খেলাটি হওয়ায় ২টি ক্লাবের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন বিসিবি সভাপতি। ওই ম্যাচ পিছিয়ে দেয়ার কারন জানতে চাইবেন বলে মিডিয়াকে কথা দিয়েছেন বিসিবি সভাপতিÑ‘গাজীর গ্রুপের খেলা পেছানো নিয়ে একটা বিরাট আওয়াজ উঠেছিল। এটা সুবিধা নেওয়ার জন্য করা হয়েছে। অবশ্যই আমরা অফিসিয়ালি এর কারন জানতে চাইবো। এটার উত্তর দিতেই হবে। প্রতিপক্ষের সঙ্গে বড় ব্যবধানে গাজী যদি জিতে যায় তাহলে সুপার লিগে কনফার্ম করবে। এমন আওয়াজ শুনে আমি প্রস্তুত ছিলাম। এমন কিছু হলে তো ছাড় দেওয়ার সুযোগ নেই। কিন্তু ফলাফল যা দেখলাম, তাতে ম্যাচ ফিক্সিংয়ের কোনো লক্ষণই দেখতে পেলাম না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার ডিভিশন নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ