মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পরমাণু অস্ত্র বহনক্ষম ব্যালিস্টিক মিসাইল গজনবীরের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ভোরে ভূমি থেকে ভূমি মিসাইলের উত্ক্ষেপণ করেছে দেশটি। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এ কথা জানিয়েছেন।
মেজর জেনারেল আসিফ গফুর টুইটে জানিয়েছেন, পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপনযোগ্য ব্যালিস্টিক মিসাইল গজনবীরের উত্ক্ষেপণ করেছে। এই মিসাইল ২৯০ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। সিজেসিএসসি ও বাহিনীর প্রধানরা অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও।
প্রসঙ্গত, কাশ্মীর নিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই ভারতের সঙ্গে ফের ঠাণ্ডা লড়াইয়ে নেমেছে পাকিস্তান। উত্তেজনা বেড়েছে সীমান্তে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে প্রায়ই গুলিবর্ষণ করছেন পাকিস্তানের রেঞ্জার্সরা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও।
সোমবার নিজেকে 'কাশ্মীরের দূত' বলেন অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর এসএসজি কমান্ডো পাঠিয়ে দেন।
বুধবার পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, অক্টোবর বা নভেম্বরে যুদ্ধ হবে। রাওয়ালপিন্ডিতে এক পাকিস্তানি সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্ত্রীর দাবি, এটাই হবে শেষ ভারত-পাক যুদ্ধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।