বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুরে সুজন মিয়া (৪০) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় র্যাবের এক সদস্যও আহত হয়েছেন।
নিহত সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর আরিচপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান জানান, র্যাব-১ এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সালনার মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ খবরে রাত ১টা ৫০ মিনিটের দিকে ওই টহলদল অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সুজন মিয়া গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যায়। পরে সুজন মিয়াকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি শটগান, ২টি ওয়ান শুটারগান, ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসময় র্যাবের একজন সৈনিক আহত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।