Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউজিসিতে ডিএলই অ্যাপ্লিকেশন সিস্টেমের মূল্যায়ন নিয়ে কর্মশালা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ৪:৪৫ পিএম | আপডেট : ৪:৫১ পিএম, ২৮ আগস্ট, ২০১৯

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে ‘ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট (ডিএলই) অ্যাপ্লিকেশন সিস্টেমের মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া কানেক্ট এর অর্থায়নে পরিচালিত ‘ফ্যাসিলিটেটিং ডিসট্যান্ট লার্নিং ইউজিং ডিজিটাল কনফারেন্সিং ফ্যাসিলিটি’ প্রকল্পের অগ্রগতি, সাফল্যসহ বিভিন্ন দিক তুলে ধরতে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় থাইল্যান্ড, নেপাল, ভুটান ও শ্রীলংকার রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক এতে অংশ নেন ।

কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণার্র্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কভুক্ত চার দেশ হতে ১২০ জন প্রশিক্ষণার্র্থী ডিজিটাল লার্নিং প্রোগ্রামের অন্তর্ভুক্ত সাইবার সিকিউরিটি কোর্সে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণার্র্থীরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং বিডিরেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তওরিত উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মশালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ