Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা নীরব থাকতে পারে না

বিক্ষোভ সমাবেশে আল্লামা ইসমাঈল নূরপুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা নীরব থাকতে পারে না। কাশ্মীরিরা প্রায় দীর্ঘ ৭০ বছর ধরে ভারত শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। একটি স্বাধীন ভূস্বর্গকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে জোরপূর্বক শাসন করে আসছে ভারত সরকার, যা সম্পূর্ণ অনৈতিক। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করছে। গতকাল মঙ্গলবার বাদ আসর কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীরের মোড়ে মোড়ে সেনাক্যাম্প স্থাপন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। তাদের ওপর কারফিউ জারি করে শত শত কাশ্মীরি মুসলমানকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা ও ওষুধপত্রের অভাবে কাতরাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।

যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি শরাফত হোসাইন, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা নিয়ামাতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ ফয়সাল ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান। সমাবেশ থেকে কাশ্মীরের সাংবিধানিক অধিকার পুনর্বহাল এবং নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।

কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধের দাবিতে মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ। গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট।নেজামে ইসলাম পার্টি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যন ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশেরই নয়, সমগ্র বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের জাতীয় কবি। তিনি বাংলার মুসলমানদের উজ্জীবন এবং বিশ্বের অধিকারহারা মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। তাকে অনুসরণের মাধ্যমে কাশ্মীর সঙ্কট কাটিয়ে উঠতে হবে।
মাওলানা আবদুল লতিফ নেজামী গতকাল মঙ্গলবার সকালে পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে অনুষ্ঠিত ‘নজরুল ও কাশ্মীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক এহতেশাম সারোয়ার, মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা শেখ লোকমান হোসেন ও মো. নুরুজ্জামান।

তিনি বলেন, কবি নজরুল ইসলাম সাম্যবাদের প্রবক্তা ছিলেন। তার এই সাম্যবাদ ছিল ইসলামভিত্তিক। জাতি-ধর্মনির্বিশেষে অবহেলিতদের পক্ষ থেকে সকল অনাচার-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।



 

Show all comments
  • Jomadder Mizan ২৮ আগস্ট, ২০১৯, ৪:১৭ এএম says : 0
    সময়োপযোগী কথা
    Total Reply(0) Reply
  • Saddad Hossain ২৮ আগস্ট, ২০১৯, ৪:১৭ এএম says : 0
    Yes
    Total Reply(0) Reply
  • KAFIL BIN AMIR ২৮ আগস্ট, ২০১৯, ৪:১৯ এএম says : 2
    হে রব্বে কাবা, তুমি কাশ্মীরের অসহায় মুসলিমদের হেফাজত কর। আমীন।
    Total Reply(0) Reply
  • Imran Khan ২৮ আগস্ট, ২০১৯, ৪:৩৩ এএম says : 0
    কাশ্মীরকে স্বাধীন দেশে হিসেবে ঘোষনা করা হউক।
    Total Reply(0) Reply
  • জামিল ২৮ আগস্ট, ২০১৯, ৪:৩৫ এএম says : 0
    ভারত, পাকিস্তানের কাশ্মীরকে স্বাধীন ঘোষণা করা উচিত। এর ফলে ভারত, পাকিস্তানের মাঝে যে অস্ত্র প্রতিযোগিতা আছে যা কমে যাবে। তারা পরস্পর ভালো প্রতিবেশী হতে পারবে। অস্ত্রের পিছনে টাকা না ঢেলে তা দেশের উন্নয়নে ব্যয় করে জনগণের জীবনযাত্রা সহজ ও দেশের উন্নয়ন সাধনে ব্যবহার করতে পারবে। আর কাশ্মীরের নিরাপদ আমজনতারও ভাগ্যের পরিবর্তন সংঘটিত হবে।
    Total Reply(0) Reply
  • Onuvob KhAn ২৮ আগস্ট, ২০১৯, ৪:৩৭ এএম says : 0
    আমরা চাই কাশ্মীর স্বাধীন হোক।বাংলাদেশের মানুষ কাশ্মীরিদের পক্ষে আছে এবং থাকবে।
    Total Reply(0) Reply
  • আনোয়ার আলি ২৮ আগস্ট, ২০১৯, ৬:৪০ এএম says : 0
    কাশ্মীরাকে স্বাধীনতা দিয়ে ভারত পাকিস্তান সমপর'ক ভাল হবে, কাশমীরের জনগণ শান্তিতে বসবাস করবে। এবিষয়টি প্রথমে ভারতকে আনূধাবন করতে হবে, যা সবার জন্য মংগল হবে, বিশেষ করে এনিয়ে পশ্চিম ারা আর রাজনীতি করতে পারবেনা,
    Total Reply(0) Reply
  • Modon Roy ২৮ আগস্ট, ২০১৯, ১২:১৮ পিএম says : 0
    বাংলাদেশি.... জারজদের আগে ধ্বংস করতে হবে
    Total Reply(0) Reply
  • OmarFaruq ২৮ আগস্ট, ২০১৯, ১২:২৪ পিএম says : 0
    চলো চলো কাশ্মীর চলো মুসলমানদের স্বাধীন কর
    Total Reply(0) Reply
  • Md Azadul Islam ২৯ আগস্ট, ২০১৯, ৮:২২ পিএম says : 0
    বাংলাদেশের অধিকাংশ মানুষ কাশ্মীরিদের পাশে আছে কিন্তু যাদের কথা বলা দরকার তারা কি কথা বলছে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ