পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা নীরব থাকতে পারে না। কাশ্মীরিরা প্রায় দীর্ঘ ৭০ বছর ধরে ভারত শাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। একটি স্বাধীন ভূস্বর্গকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে জোরপূর্বক শাসন করে আসছে ভারত সরকার, যা সম্পূর্ণ অনৈতিক। কাশ্মীর ইস্যুতে জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা নীরব ভূমিকা পালন করছে। গতকাল মঙ্গলবার বাদ আসর কাশ্মীরে মুসলিম হত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কাশ্মীরের মোড়ে মোড়ে সেনাক্যাম্প স্থাপন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। তাদের ওপর কারফিউ জারি করে শত শত কাশ্মীরি মুসলমানকে হত্যা করা হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা ও ওষুধপত্রের অভাবে কাতরাচ্ছে। এ পরিস্থিতিতে কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না।
যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি শরাফত হোসাইন, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা নিয়ামাতুল্লাহ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ ফয়সাল ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান। সমাবেশ থেকে কাশ্মীরের সাংবিধানিক অধিকার পুনর্বহাল এবং নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়া হয়।
নেজামে ইসলাম পার্টি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যন ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশেরই নয়, সমগ্র বিশ্বের নিপীড়িত-নির্যাতিত মানুষের জাতীয় কবি। তিনি বাংলার মুসলমানদের উজ্জীবন এবং বিশ্বের অধিকারহারা মানুষের মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। তাকে অনুসরণের মাধ্যমে কাশ্মীর সঙ্কট কাটিয়ে উঠতে হবে।
মাওলানা আবদুল লতিফ নেজামী গতকাল মঙ্গলবার সকালে পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী (রহ.) মিলনায়তনে অনুষ্ঠিত ‘নজরুল ও কাশ্মীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নেজামে ইসলাম পার্টি আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক এহতেশাম সারোয়ার, মুফতি আবদুল কাইয়ূম, মাওলানা এ কে এম আশরাফুল হক, মাওলানা শেখ লোকমান হোসেন ও মো. নুরুজ্জামান।
তিনি বলেন, কবি নজরুল ইসলাম সাম্যবাদের প্রবক্তা ছিলেন। তার এই সাম্যবাদ ছিল ইসলামভিত্তিক। জাতি-ধর্মনির্বিশেষে অবহেলিতদের পক্ষ থেকে সকল অনাচার-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।