মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত কয়েক দিন বিভিন্ন গণমাধ্যমে সংবাদমাধ্যমে বলা হয়, চীনে মুসলমানদের রোজা রাখার ক্ষেত্রে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেছে। তবে তা অস্বীকার করে চীন বলছে, বিশ্বের অন্যান্য দেশের মতো চীনের ধর্মপ্রাণ মুসলমানরাও রোজা রাখছে। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলছে, চাঁদ দেখা সাপেক্ষে গত সোমবার থেকে দেশটিতে শুরু হয়েছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। চীনের প্রায় দুই কোটি মুসলমানের বাস। সংখ্যালঘু এই সম্প্রদায়ের মধ্যে হুই, উইঘুর, কাজাখ, উজবেক, তাজিক ও কিরগিজ উল্লেখযোগ্য। এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় উইঘুর স্বায়ত্তশাসিত শিনজিয়াংয়ে রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মুসলমান। বাকিরা গাংসু, নিংশিয়া, পেইচিংসহ বিভিন্ন অঞ্চল, প্রদেশ ও শহরে বাস করে। গাংসু প্রদেশের রাজধানী লানঝাও শহরের ঝ্যাং হেং নামের একজন ইমাম বলেন, এখানকার মুসলমানরা অন্যান্য স্বাভাবিক ধর্মকর্মের মতো রোজা রাখছে। প্রদেশটির ধর্মীয় সম্পর্কবিষয়ক ব্যুরোর শিয়াও ইউচুন বলেন, এখানে রোজা রাখার স্বাধীনতার নিশ্চয়তা রয়েছে। এছাড়া রমজান মাসে ইমাম-ওলামাদের সঙ্গে সরকারি কর্মকর্তারা দেখা করতে যান বলেও জানান তিনি। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।