মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের মনোনয়ন-দৌড়ে এগিয়ে যাওয়া সত্ত্বেও এখনো দলের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেয়ার দাবি উঠছে। দলের অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রার্থী হলে শুধু তিনি একাই ডুববেন না দলও ডুববে। এমনকি ট্রাম্পের কারণে মার্কিন কংগ্রেসে দলের চলতি নিয়ন্ত্রণও দলের হাতছাড়া হয়ে যেতে পারে। ট্রাম্পের প্রতি দলীয় নেতাদের বিরক্তির সর্বশেষ উদাহরণটি এসেছে আইওয়া থেকে। সেখানকার স্টেট সিনেটর ডেভিড জনসন ট্রাম্পের প্রার্থিতার প্রতিবাদে রিপাবলিকান দল থেকে পদত্যাগ করে নিজেকে স্বতন্ত্র হিসেবে ঘোষণা করেছেন। মেক্সিকান বংশোদ্ভূত একজন বিচারকের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনায় ক্রুদ্ধ জনসন বলেন, আব্রাহাম লিংকনের দলে এমন বর্ণবাদী নেতার অবস্থান কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। এদিকে, আগামী মাসে ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের সম্মেলন, যেখানে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন দেওয়ার কথা, সেখানে মনোনয়ন-প্রক্রিয়ার নীতিমালা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন খ্যাতনামা টক রেডিও হোস্ট হিউহিউয়িট। সম্মেলনে উপস্থিত ডেলিগেটরা সম্মত হলে ট্রাম্পকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব বলে তিনি মত দিয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।