বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিন জয় পেয়েছে কালের কন্ঠ, জাগো নিউজ, ভোরের কাগজ, আজকালের খবর, আরটিভি ও ডেইলি সান। সোমবার ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কালের কন্ঠ ২-০ গোলে দি ইন্ডিপেন্ডেন্টকে হারায়। বিজয়ী দলের শওকত আলী ম্যান অব দ্য ম্যাচ হন। দ্বিতীয় ম্যাচে জাগো নিউজের কাছে ৩-০ গোলে হেরে যায় মানব জমিন। ম্যান অব দ্য ম্যাচ হন মনিরুজ্জামান উজ্জল। তৃতীয় ম্যাচে ভোরের কাগজ টাইব্রেকারে ২-১ গোলে হারায় এটিএন বাংলাকে। বিজয়ী দলের তানভীর আহমেদ ম্যাচ সেরা হন। দিনের চতুর্থ ম্যাচে টাইব্রেকারে আজকালের খবরের কাছে ২-০ গোলে হেরেছে এস এ টিভি। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের তুহিন। অন্যম্যাচে আরটিভি টাইব্রেকারে ৪-২ গোলে হারায় যুগান্তরকে। আরটিভির শরিফ উদ্দিন লিমন ম্যান অব দ্য ম্যাচ হন। দিনের শেষ ম্যাচে ডেইলি সান ১-০ গোলে আমাদের সময়কে হারিয়ে দেয়।ম্যাচ সেরা হন বিজয়ী দলের মুহিবুজ জামান।
এবারের আসরে ৪০টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে ৪০ দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।