গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর উত্তর খায়েরটেক এলাকা থেকে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবাসহ আসমা বেগম (৩৪) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার (২৬ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে তুরাগ থানাধীন উত্তর খায়েরটেক এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। আটক আসমার গ্রামের বাড়ি খুলনা দৌলতপুরের খালিশপুরে।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, উত্তর খায়েরটেক এলাকার একটি টিনশেড বাসায় মাদকবিক্রেতারা ইয়াবা বেচা-কেনা করছেন, এ খবরের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল আড়াইটার দিকে ওই এলাকায় অভিযানে চালিয়ে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসমাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৩ হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।