পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতীয় অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ ও কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান সৈয়দ আলী শাহ গিলানি। গতকাল গৃহবন্দি অবস্থা থেকে কাশ্মীরি জনগণের প্রতি লেখা এক চিঠিতে ভারতের বিরুদ্ধে এ প্রতিরোধের ডাক দেন তিনি। স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী দেশ পাকিস্তানেরও সহায়তা চান এ হুররিয়ত নেতা।
গিলানির ৫ দফা কর্মসূচির মধ্যে রয়েছে, ভারতীয় নৃশংসতার বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের নাগরিকদের সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ, নিজেদের আত্মরক্ষার্তে সরকারি কর্মকর্তা ও পুলিশের প্রতিবাদ, সারাবিশ্বে ছড়িয়ে থাকা কাশ্মীরিদের দূত হিসেবে কাজ করা, কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামে প্রতিবেশী পাকিস্তানের এগিয়ে আসা এবং জম্মু ও লাদাখের বাসিন্দাদের নিজস্ব পরিচয় ধরে রাখা।
ভারতীয়দের যে কোনো হত্যা বা আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এ মন্তব্য করেন। তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতিতে পূর্ব সীমান্ত থেকে হুমকির বিষয়টি উল্লেখ করেন।
কাশ্মীরিদের অধিকার খর্ব করা হচ্ছে। এর থেকে বেশি রাজনৈতিক ও দেশবিরোধী কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রোববার তিনি একাধিক টুইটে এ সব কথা বলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে একটি ভিডিও ক্লিপ আপলোড করেছেন প্রিয়াঙ্কা। সেখানে দেখা যাচ্ছে বিমানের মধ্যে এক নারী রাহুল গান্ধীকে কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে ঘটে যাওয়া নানা সমস্যার কথা জানাচ্ছেন।
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে দিল্লির। একে অন্যের সঙ্গে সামরিক শক্তির পাল্লা দিচ্ছে। স¤প্রতি রাশিয়ার তৈরি মিগ-২১ বিমানগুলো পুরনো হওয়ায় দুর্ঘটনার পরিমাণও বেড়েছে ভারতীয় বিমানবাহিনীতে। আকাশ যুদ্ধে কিছুটা দুর্বলতা থাকবে বিমানবাহিনীর। ফলে নতুন করে আরও ১১৪টি যুদ্ধবিমান কেনার চুক্তি তড়িঘড়ি সেরে ফেলছে বাহিনীর কর্তারা।
অধিকৃত কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির সহযোগিতা চাচ্ছে ভারত। গত দুই দিনে কয়েকজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার সূত্র জানায়, মুক্তি দেয়ার পর তারা যেনো কাশ্মীরের স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করেন, তাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি চাওয়া হচ্ছে। তবে কর্মকর্তারা এই বৈঠকের কথা অস্বীকার করেছেন।
কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর এবার রাজ্যটির পতাকা কেড়ে নিল বিজেপি সরকার। রোববার কাশ্মীরের সরকারি অফিসগুলো থেকে জম্মু-কাশ্মীরের নিজস্ব পতাকা সরিয়ে নেয়া হয়। ৩৭০ ধারা বিলুপ্তির মাধ্যমে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদাপ্রাপ্ত এ রাজ্যটির নিজস্ব পতাকাও বাতিল করা হয়েছে।
কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনো সংলাপ নয়। তারা যদি যুদ্ধ চাপিয়ে দেয়ার চেষ্টা করে কখনো, তবে পাকিস্তান সেই যুদ্ধ শেষ করবে। সেই যুদ্ধ শুধু শ্রীনগর অথবা জম্মুতে শেষ হবে না। তা শেষ হবে দিল্লিতে। ভারতকে উদ্দেশ্য করে এমন কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদৌস আশিক আওয়ান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যুদ্ধ হিস্টেরিয়া সৃষ্টির বিষয়ে তিনি এমন কথা বলেছেন। তিনি রাজনাথ সিংয়ের হুমকির জবাব দিয়েছেন ওই ভাষা ব্যবহার করে। সূত্র : ডন, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।