প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘অবতার’ চলচ্চিত্রের থিম সং মুক্তি পেয়েছে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে। পরিচালক মাহমুদ হাসান শিকদারের কথায় ‘অবতার’ শিরোনামে গানটির সঙ্গীতায়োজন করেছেন জাবেদ আহমেদ কিসলু। রোহান মাহমুদের কোরিওগ্রাফিতে গানটির চিত্রায়ণ করেছেন মেহেদী রনি। সাগা এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অবতার’ চলচ্চিত্রের থিম সংয়ে দেখা যায় মাহিয়া মাহি, আমিন খান, মিশা সওদাগর, শিবা সানু, সুব্রত এবং নবাগত জেএইচ রুশো ও মিলন ভট্টকে। এর আগে চলচ্চিত্রটির টিজার, গান, আইটেম সং মুক্তি পেয়ে ইউটিউবে বেশ সাড়া জাগায়। এরমধ্যে আইটেম সং ‘রঙিলা বেবী’ এখন পর্যন্ত প্রায় দুই মিলিয়ন দর্শক দেখেছে। এ ধারাবাহিকতায় মুক্তি পেয়েছে থিম সং। এ প্রসঙ্গে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘ আমার প্রথম চলচ্চিত্র অবতার নির্মাণ করেছি দর্শক বিনোদনের কথা চিন্তা করে। তাই দর্শক মনোরঞ্জনের সকল অনুসঙ্গই দেয়ার চেষ্টা করেছি। তার উদাহরণ হিসেবে থিম সং, আইটেম সং ও অন্যান্য বিষয়গুলো সাজিয়েছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ আগামী ১৩ সেপ্টেম্বর দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে ‘অবতার’। মাহমুদ হাসান শিকদারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনায় ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আমিন খান, মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত এবং নবাগত জেএইচ রুশো প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।