Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি ইউটিউবে বেশি জনপ্রিয়- মোশাররফ করিম

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আকাশ নিবির : এ সময়ের নাটকের ব্যস্ততম অভিনেতা মোশারফ করিম। তার সাথে কিছুক্ষণের জন্য দেখা। ঝটপট প্রশ্নের উত্তর ঝটপটভাবেই দিলেন। প্রশ্ন ও উত্তরগুলো নিচে দেয়া হলো।
আপনাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে?
-ক্লান্ত না, অভিনয়ের জন্য ক্লান্ত সেজেছি।
সম্প্রতি আপনার অভিনীত অজ্ঞতানামা সিনেমাটি মুক্তি পেয়েছে। অনুভ‚তি কেমন?
-অনুভ‚তি অবশ্যই ভালো। আসলে প্রতিটি সিনেমাই একজন অভিনেতার কাছে সন্তানের মত।
এখন কিসের শুটিং করছেন?
-ঈদের বিশেষ সাত পর্বের ধারাবাহিক শত্রæ নামে একটি নাটক করছি। এটি সম্ভবত এটিএন বাংলায় চলবে।
ইদানীং শুটিংয়ে আপনার স্ত্রী জুঁই করিমকে বেশ দেখা যায়?
-এটা আবার নতুন কি? আসলে সে একটু শখের বসে আমার সাথে কাজগুলো করে।
আপনি দর্শকের কাছে কোন দিক দিয়ে বেশি জনপ্রিয়?
-আমার তো মনে হয় সবদিক দিয়েই। তবে বেশি ইউটিউবে। কলকাতার দর্শকের কাছেও ইউটিউবে বেশ জনপ্রিয়।
মোশারফ করিম নামটা শুনলেই দর্শক টিভির রিমোর্ট কিন্তু হাতে নেয়?
-আমি এতে ভীষণ খুশি। দর্শকের কথা চিন্তা করেই কাজ করি। দর্শকের ভালোবাসাতেই মোশারফ করিম হতে পেরেছি।
ঈদ কোথায় করবেন?
-এখনো বলতে পারছি না। তবে ঈদ গ্রামের বাড়িতে করতেই পছন্দ করি।
মোশারফ করিমকে কি নতুন কোনো রূপে দেখা যাবে?
-এটা আমার চেয়ে ভালো পরিচালকরাই বলতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমি ইউটিউবে বেশি জনপ্রিয়- মোশাররফ করিম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ