পরীক্ষায় নকলের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থীকে শাস্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি। আজ রোববার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদের মধ্যে দুই শিক্ষার্থীকে যথাক্রমে এক শিক্ষাবর্ষ ও এক সেমিস্টারের সব পরীক্ষা বাতিল এবং অপর দুই শিক্ষার্থীকে এক শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল ও পরবর্তী এক শিক্ষাবর্ষে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলজার হোসেন (১৫২০০১৫), হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাদাব সিপার (১৭০৪০১০)। বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মালিহা বিনতে জাহিদ (১৭৯০৭৫), হাফিজ মোল্লা (১৭৯০৯৬)।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু সংবাদমাধ্যমকে বিষয়টি জানান।
পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে কমিটির সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন প্রমুখ।