Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে ৫৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ৪:২০ পিএম

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫৭৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আমানত শাহ (৩৫) ও রাজিব হাওলাদার (২৫)। রবিবার সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, শনিবার রাতে শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও মনোহরীপট্টি এলাকায় পৃথক অভিযান চালায় ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মনোহরীপট্টি এলাকার ইউনুস আলী হাওলাদারের ছেলে আমানত শাহকে ৫২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এদিকে শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ নলছিটি উপজেলার বারইকরণ গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে রাজিব হাওলাদারকে গ্রেপ্তার করে। রাজিব ও আমানতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী ছোয়েব ও ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ