Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটির ক্যাম্প শুরু আজ

এসএ গেমস

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের অনুশীলন ক্যাম্প আজ শুরু করছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। নিজস্ব আবাসন ব্যবস্থা তৈরী করায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামেই থাকতে এবং নিরবিচ্ছিন্ন অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা। র‌্যাংকিং অনুযায়ী পুরুষ ও নারী দলের আটজন করে খেলোয়াড় ক্যাম্পে ডাকা হয়েছে। এরা হলে- পুরুষ বিভাগে আনসারের মানস চৌধুরী, খোন্দকার মাহবুব বিল্লাহ, জাবেদ আহমেদ, মাসুদ রানা পরাগ ও ইমরান হোসেন হƒদয়, সেনাবাহিনীর হাসিবুর রহমান, নড়াইলের মাহমুদুজ্জামান শাহেদ ও রংপুরের মুনতাসিন আহমেদ হƒদয়। স্ট্যান্ডবাই রয়েচেন আনসারের মুফরাদুল খায়ের হামজা ও জুবায়ের আহমেদ এবং সেনাবাহিনীর নাসির খান ও রিফাদ মাহমুদ সাব্বির। অন্যদিকে নারী বিভাগে সেনাবাহিনীর রহিমা আক্তার, নওরিন সুলতানা মাহী, সালেহা পারভীন ও সিন্ধা সুলতানা এবং আনসারের মৌমিতা আলম রুমি, সোনম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ ও আখিঁ আক্তার সিনথী। স্ট্যান্ডবাই রয়েছেন সেনাবাহিনীর তামান্না হোসেন, সুমাইয়া সুলতানা ঐশী এবং শারমিন আখতার। আজ সকাল ১০টায় ক্যাম্প ইনাচার্জ শামসুল আলম আনুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক পাওয়া খেলোয়াড়দের। প্রত্যেকদিন সকাল ও বিকেল দু’বেলা অনুশীলন চলবে স্থানীয় কোচের তত্বাবধানে। এসব তথ্য জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটির ক্যাম্প
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ