Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাজিত চ্যাম্পিয়ন জাবেদ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত অরবিড এপারেলস রেপিড রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন শাহীন চেস ক্লাবের জাবেদ আল আজাদ। শুক্রবার উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত টুর্নামেন্টে সাড়ে ছয় পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে শিরোপা জেতেন তিনি। সমান পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে রানারআপ হন সোনালি ব্যাংকের আবু হানিফ। ছয় পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন মাসুম হোসেন। সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে সারোয়ার হোসেন উল্লাস চতুর্থ হন। পাঁচ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিং এ পঞ্চম থেকে ত্রয়োদশ হন যথাক্রমে মো. ইউসুফ, আবদুর রউফ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবীন, মো. আনোয়ার হোসেন দুলাল, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, হাসান ইমাম, মঞ্জুর আলম, রিমন শেখ এবং নজরুল ইসলাম ডেভিড। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও ছড়াকার রাহাত হোসেন। এ সময় ক্লাবের অর্থ সম্পাদক মো. মুরাদ হোসেন, দফতর সম্পাদক কণ্ঠশিল্পী এমাদ আহমেদ মোর্তাজা রনি, নির্বাহী সদস্য মোঃ মঞ্জুর আলম এবং গোলাম হাফিজুল হক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন জাবেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ